অংশগ্রহণের শর্তাবলী:
১) আবেদন পত্রের সাথে নিম্নোক্ত হিসাব নাম্বারের অনুকূলে স্টল ফি বাবদ বিসিক নিবন্ধিত উদ্যোক্তা ২৫০০/- ও অনিবন্ধিত উদ্যোক্তা ৪০০০/- সমমূল্যের পে-অর্ডার দাখিল করতে হবে।
উপমহাব্যবস্থাপক, বিসিক, ফরিদপুর শিরোনামে পে অর্ডার করতে হবে
২) মেলায় শুধুমাত্র দেশীয় পণ্য উৎপাদনকারী অথবা সেবা প্রদানকারী কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (CMSME) উদ্যোক্তাগণ অংশগ্রহণ করতে পারবেন।
৩) মেলায় নিম্নোক্ত উদ্যোক্তাগণ অগ্রাধিকার পাবেন-
ক) জাতীয় শিল্পনীতি-২০২২' অনুযায়ী উচ্চ অগ্রাধিকার/ অগ্রাধিকারপ্রাপ্ত CMSME খাতসমূহের উদ্যোক্তা;
খ) বিসিক নিবন্ধন প্রাপ্ত CMSME খাতের উদ্যোক্তা;
গ) বিসিকের প্রশিক্ষণপ্রাপ্ত CMSME খাতের উদ্যোক্তা;
ঘ) রপ্তানিমুখী CMSME খাতের উদ্যোক্তা;
ঙ) সৃজনশীল/ ইনোভেটিভ পণ্য/ সেবা উৎপাদক CMSME খাতসমূহের উদ্যোক্তা;
চ) CMSME খাতসমূহের নারী উদ্যোক্তা;
ছ) আইএসও সার্টিফিকেশন প্রাপ্ত CMSME প্রতিষ্ঠানের উদ্যোক্তা।
৪) বিদেশী পণ্য মেলায় প্রদর্শন/বিক্রয় করা যাবে না। শর্ত অমান্যকারীদের কোনরূপ নোটিশ ছাড়াই মেলা চলাকালীন বরাদ্দকৃত
স্টল বাতিল করা হবে।
৫) পণ্য সেবা যথেষ্ট গুণগতমান সম্পন্ন হতে হবে। প্রদর্শিত পণ্যের বিএসটিআই সার্টিফিকেট বাধ্যতামূলক হলে তা থাকতে হবে।
৬) ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স (যদি থাকে), বিসিক নিবন্ধন সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ০১ কপি ছবি জমা দিতে হবে।
৭) অপর কোন পক্ষের কাছে বরাদ্দকৃত স্টল বাণিজ্যিক উদ্দেশ্যে হস্তান্তর/ সাবলেট দেয়া যাবে না। এই নিয়মের ব্যত্যয় ঘটলে
স্টল বরাদ্দ বাতিল হবে এবং সেক্ষেত্রে স্টলের ফি ফেরতযোগ্য হবে না।
৮) স্টল বরাদ্দ প্রাপ্তির পর অংশগ্রহণ না করলে স্টল ফি ফেরতযোগ্য হবে না। তবে বরাদ্দ প্রত্যাশী উদ্যোক্তা পাওয়া গেলে
বিসিক কর্তৃপক্ষের মাধ্যমে স্টল হস্তান্তর করা যাবে।
(৯) প্রতিদিন মেলা শুরুর সময় থেকে শেষ পর্যন্ত একজন অ্যাটেনডেন্ট অবশ্যই স্টলে থাকতে হবে।
১০) একটি প্রতিষ্ঠানের নামে সর্বোচ্চ ০১ টি স্টলের জন্য আবেদন করা যাবে।
১১) মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ শুধু তাদের স্টলে নিজস্ব প্রচার সামগ্রী প্রদর্শন ও বিতরণ করতে পারবে।
১২) মেলায় শব্দদূষণ/ পরিবেশ দূষণ হয় এমন কোন কার্যক্রম গ্রহণ করা যাবে না।
১৩) স্টলের মালিকগণ নিজ নিজ দায়িত্বে তাদের স্টলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখবেন।
১৪) মেলা প্রাঙ্গণে অবৈধ/বেআইনী কোন কার্যক্রম গ্রহণ করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে দেশে প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫) বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি ও সামাজিক রীতি-নীতি পরিপন্থী কোন কিছু প্রদর্শন করা যাবে না।
১৬) মেলায় কোন প্রকার নকল পণ্য প্রদর্শন/বিক্রয় করা যাবে না। এক্ষেত্রে পাইরেসি, কপিরাইট, ট্রেড মার্কস ইত্যাদি আইনের
দ্বারা সৃষ্ট আইনী জটিলতার দায়-দায়িত্ব বিসিক কর্তৃপক্ষ বহন করবে না।
১৭) বিসিক মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের তথ্য উপাত্ত সংগ্রহের প্রয়োজনে সরেজমিন জরিপ করার অধিকার সংরক্ষণ করে।
১৮) নিজ দায়িত্বে নিজস্ব মালামালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মেলা প্রাঙ্গণে অংশগ্রহণকারীর মালামাল চুরি/হারানোর জন্য মেলা আয়োজক দায়ী থাকবে না।
১৯) বিসিক কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
২০) মেলার সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনে বিসিক কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
২১) বিসিক কর্তৃক আয়োজিতব্য মেলা এবং এ সংক্রান্ত যে কোন কার্যক্রম কোনও কারণ দর্শানো ব্যতীত স্থগিত, পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
২২) সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী নির্দেশনা অনুসরণ করতে হবে এবং প্রতিটি স্টলে একটির বেশি লাইট ব্যবহার করা যাবে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস