২০১৯-২০ অর্থবছরে বিসিক ফরিদপুর কার্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ টিমের সেপ্টেম্বর ২০১৯ মাসের সভার কার্যবিবরণীঃ
সভার স্থানঃ শিসকে, বিসিক, ফরিদপুর-এর উপ-মহাব্যবস্থাপক (ভাঃ) এর অফিসকক্ষে।
সভার সময়ঃ ২৪/০৯/২০১৯, সকাল ০৯.৩০টা
সভাপতিঃ উপ-মহাব্যবস্থাপক (ভাঃ), শিসকে, বিসিক, ফরিদপুর
সভার আলোচ্যসূচিঃ
১। এপিএ লক্ষ্যমাত্রা কি এবং এর ধরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা ।
২। এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি পর্যালোচনা।
৩। এমআইএস সংক্রান্ত আলোচনা।
৪। বিবিধ।
কার্যবিবরণীঃ
গত ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে সকাল ৯.৩০ মিনিটে শিসকে, বিসিক, ফরিদপুর-এর উপ-মহাব্যবস্থাপক (ভাঃ) এর অফিসকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়, যাতে সভাপতিত্ব করেন এপিএ টিমের আহবায়ক (টিমলিডার) জনাব হ র ম রফিকউল্লাহ, উপ-মহাব্যবস্থাপক (ভাঃ), শিসকে, বিসিক, ফরিদপুর। সভার শুরুতেই তিনি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ কি, এর প্রয়োজনীয়তা এবং এর সঙ্গে সাবেকী কর্মপদ্ধতির পার্থক্য তুলে ধরেন।
এপিএ বাস্তবায়ন সংক্রান্ত আলোচনার এক পর্যায়ে এপিএ টিম লিডার বলেন, প্রতি মাসের এপিএ লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্যে ওই মাসের শুরু থেকেই কার্যসম্পাদন শুরু করতে হবে। সভায় এপিএ টিমের সদস্য সচিব এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তা জনাব মাহির দায়ান আমিন ২০১৯-২০ অর্থবছরের শুরু থেকে সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত বিভিন্ন খাতে অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন। চলতি মাসে কুটির শিল্পে ৪টি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এছাড়া প্রজেক্ট প্রোফাইল প্রণয়ন, বিপণন সমীক্ষা, নকশা অনুমোদন ও বিতরণ, কারিগরী তথ্য বিতরণ, শিল্পোদ্যোক্তা চিহ্নিতকরণসহ এমআইএসভুক্ত অন্যান্য খাতগুলোতে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে।
এছাড়া এমআইএস সংক্রান্ত আলোচনায় চলতি অর্থবছরের শুরু থেকে প্রথম দুই মাসের বিসিকের নিজস্ব তহবিল (বিনিত) থেকে ১০ লাখ টাকা ঋণ বিতরণ করেছে শিসকে, বিসিক, ফরিদপুর। বিভিন্ন সরকারি ব্যাংকের মাধ্যমে কুটির শিল্পে প্রায় ১৫ লাখ টাকা ঋণ ব্যবস্থাকরণ সম্ভব হয়েছে।
বিবিধ আলোচনায় শিল্পনগরীর বিভিন্ন খাতের আদায় তরান্বিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্য কোন আলোচ্য বিষয় না থাকায় উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন এপিএ টিমের আহবায়ক (টিমলিডার) জনাব হ র ম রফিকউল্লাহ, উপ-মহাব্যবস্থাপক (ভাঃ), শিসকে, বিসিক, ফরিদপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS